যাত্রাবাড়ীর আ.লীগ নেতা খুনের ঘটনার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/24/arrest.jpg)
রাজধানীর যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক হাবু (৩৭) নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত মুশফিকুর রহমান ফাহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ফাহিম যাত্রাবাড়ী থানার সোর্স শাহীনের ভাই। বুধবার রাতে ফাহিমকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।
ফারুক হোসেন বলেন, যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কে ছুরিকাঘাতে আবু বকর সিদ্দিক হাবু (৩৭) নামের আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের মধ্যে চার জনকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফালান ওরফে কানা ফালান, সেলিম মোহাম্মদ, সুজন ও আল-আমিন। সুজন ছাড়া বাকি তিন জন খুনের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ায় তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
উপকমিশনার ফারুক হোসেন আরও বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বিস্তারিত তুলে ধরবেন।