‘যারা নিষিদ্ধ করেছিল, তারাই কূটকৌশলের আশ্রয়ে ৭ মার্চ পালন করছে’

ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : এনটিভি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল, তারাই এখন রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে ৭ মার্চ পালন করছে এবং সুর্বণ জয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছে।’
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে আজ রোববার সকালে ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় বাংলাদেশের সব অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের আজকের শপথ, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িকতাসহ সব অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বংলা বিনির্মাণ করা।’