যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে যাত্রী এলে ফেরত পাঠানো হবে

যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে কোনো যাত্রী বাংলাদেশে আসতে পারবে না। যদি কোনোভাবে এসেও যায় তবে তাকে পুশব্যাক করা হবে।
আজ বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘এরকম যাত্রী পাওয়া গেলে আমরা তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি।’
করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে যারাই আসছেন তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান পরিচালক।
তৌহিদ উল আহসান জানান, যাদের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা যাবে তাদেরকে সরাসরি হাসপাতালে পাঠানো হচ্ছে।
তিনি বলেন, ‘যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে কোনো যাত্রী আসতে পারবে না। কেউ ট্রানজিট হয়েও আসতে পারবে না। ট্রানজিট হয়ে যদি কেউ এসেও যায় আমাদের ইমিগ্রেশন তা যত্নসহকারে পরীক্ষা করছে। এরকম যাত্রী পাওয়া গেলে আমরা তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি।’
বাংলাদেশের বৃহৎ এই বিমানবন্দরে ফ্লাইট সাধারণ সময়ের তুলনায় ৪৫ থেকে ৫০ শতাংশ কমে গেছে বলেও জানান তৌহিদ উল আহসান।