যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ২১৩ কর্মকর্তা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/05/31/gov.jpg)
২১৩ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
তাদের মধ্যে ২০৩ জন দেশের বিভিন্ন সরকারি পদে এবং বাকি ১০ জন বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে কর্মরত।
আজ শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।