তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

শিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল হক স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন নিয়োগ পাওয়া সচিবরা হলেন—শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে রেহানা পারভীন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে মোহাম্মদ আবু ইউছুফ ও পানিসম্পদ মন্ত্রণালয়ে মো. মোকাব্বির হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) মিজ রেহানা পারভীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অপর প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতিপূর্বক বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।