রংপুরে বেড়েছে শীতের প্রকোপ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/23/rnpur.jpg)
ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস বইছে রংপুর ও আশেপাশের এলাকায়। ছবি : এনটিভি
ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস বইছে রংপুর ও আশেপাশের এলাকায়। রাত থেকে বৃষ্টির মত কুয়াশা পড়ছে।
জেলায় আজ সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া দপ্তর সূত্র জানায়, সকাল ৬টায় রংপুরের তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে ঘন কুয়াশা আরও ২/৩ দিন অব্যাহত থাকতে পারে।