রাজধানীতে ১১ মুঠোফোন চোর গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে একটি মুঠোফোন চোরচক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গতকাল শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জসিম উদ্দিন, আব্দুর রহমান, শান্ত, আলম, বোরহান উদ্দিন, রেজাউল, মামুন তালুকদার, মামুন মিয়া, ইসমাইল হোসেন, সুমন পাটোয়ারী ও সুজন।
অভিযানে তাদের কাছ থেকে ৪৫টি চোরাই মুঠোফোন, নগদ ৩০ হাজার ৪০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মধুসূদন দাস বলেন, ‘গত ৩ নভেম্বর জানা যায়, শাহবাগ থানার গুলিস্তান এলাকায় একটি মোবাইল চোর চক্রের কিছু সদস্য চোরাই মুঠোফোন ক্রয়-বিক্রয় করছে। পরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মধুসূদন দাস বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঢাকার শ্যামলী, আগারগাঁও, গুলিস্তান ও ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় কৌশলে বাসের যাত্রীদের কাছ থেকে মুঠোফোন চুরি-ছিনতাই করে আসছিল।’