চট্টগ্রাম থেকে সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চট্টগ্রাম নগরী থেকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রমিজ আহমদ নিশ্চিত করেছেন।
জসিম সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গারাঙ্গিয়া হাতিয়ারপুল এলাকার মৃত এরশাদ আলীর ছেলে।
সদরঘাট থানা পুলিশ জানায়, সাবেক চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে ২০২৪ সালের ৪ নভেম্বর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুরাতন থানা এলাকার মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ মোমেন হোসেন জয় বাদী হয়ে বিস্ফোরক আইনে সদরঘাট থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টা থেকে ৫ আগস্ট রাত আনুমানিক ১০টা পর্যন্ত সদরঘাট থানার সিটি কলেজের সামনে থেকে ইসলামিয়া কলেজের মোড় পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর আক্রমণের অভিযোগ করা হয়।
ওসি রমিজ আহমদ বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার ঘটনায় সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় একাধিক মামলা রয়েছে।