গাজীপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম সরকার। ফাইল ছবি
গাজীপুরের কাপাসিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কাপাসিয়ার ধরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাপাসিয়া থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় নাশকতার মামলা রয়েছে। গত বছরের ১ সেপ্টেম্বর থানায় মামলাটি দায়ের হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক এনটিভি অনলাইনকে বলেন, গ্রেপ্তার হালিম সরকারকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া অন্যান্য মামলায় গ্রেপ্তার আরও আটজনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।