রাজনীতির মাঠে কোনো প্রতিপক্ষ দেখি না : ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘২০১৯ সালের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের রাজনীতির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। বিএনপি বিদায় নিয়েছে, জঙ্গি-সন্ত্রাসীরা আজ পরাস্ত, কোণঠাসা হয়ে কিছুটা গর্তে লুকিয়েছে। রাজনীতির মাঠে কোনো প্রতিপক্ষ দেখি না। লড়াই কী শেষ হয়ে গেল?’
আজ শনিবার দুপুরে ময়মনসিংহ টাউন হল অডিটোরিয়ামে জেলা ও মহানগর জাসদের কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন। বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সভাপতি নাদের চৌধুরী, যুগ্ম সম্পাদক শওকত রায়হান, ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন প্রমুখ।
হাসানুল হক ইনু বলেন, ‘দেশ পরিচালনায় শেখ হাসিনার সরকার। ক্ষমতা তো মুক্তিযুদ্ধের স্বপক্ষের কাছে। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, সৎ রাজাকার বা পরহেজগার জঙ্গি বলে কিছু নাই। সব রাজাকার, সব জঙ্গি হচ্ছে মানুষরূপী দানব। কাজেই বিএনপি যদি রাজাকারের সঙ্গে থাকে তাহলে জাতির জন্য বিপজ্জনক। কারণ তারা রাজনৈতিকভাবে আত্মসর্মপণ করেনি। ভুল স্বীকার করেনি। তারা এখনো জাতির পিতাকে মেনে নেয়নি। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে না। স্বাধীনতার ঘোষণাকে এখনো বির্তকের ভিতরে ঠেলে দেয়। সংবিধানের চার মূলনীতিকে মানে না। ত্রিশ লাখ শহীদের সংখ্যা মানে না। পাকিস্তানিদের নির্মম গণহত্যাকে স্বীকার করে না। এতকিছুর পরেও। ফাঁসি, কারাভোগের পরেও বিএনপি এখনো জামায়াতকে তাদের জোট থেকে বের করে দেয়নি।’
‘বিএনপি হচ্ছে রাজনীতির বিষবৃক্ষ, রাজনীতির বিষাক্ত সাপ’- এমনটা উল্লেখ করে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘আর জামায়াত জঙ্গিরা হচ্ছে রাজনীতির মানুষরূপী দানব। সুতরাং এই দানবরা, বিষাক্ত সাপরা রাজনীতির মাঠে পুনরুত্থানের চক্রান্ত করছে। নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনকে ব্যবহার করে রাজনীতিতে নিম্নচাপ তৈরির অপচেষ্টা করছে। সেই নিম্নচাপের মধ্যদিয়ে চক্রান্তের রাজনীতির ঘূর্ণিঝড় তৈরি করে পরিস্থিতিকে উল্টে দেওয়ার চেষ্টা করছে। সেই চক্রান্ত অব্যাহত আছে, শেষ হয়নি।’