রাজশাহীতে আ.লীগ কার্যালয় থেকে সাত জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের জুয়ার আসর থেকে আওয়ামী লীগের দুই নেতাসহ সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এ অভিযান চালায়। আজ রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসম্পাদক হারান চন্দ্র দাস (৪২), ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিউর রহমান (৫৩), হাসান আলী (৩৫), জামাল উদ্দিন (৪৮), ইউসুফ আলী (৫০), আমজাদ হোসেন (৪০) ও রাজু হোসেন (৩৪)।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও টাকা জব্দ করা হয়েছে। অভিযানের সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীসহ তিনজন পালিয়ে গেছেন।
ওসি আরো জানান, কাশিয়াডাঙ্গা থানার বালিয়া এলাকায় হড়গ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়। সেখানে দীর্ঘ দিন ধরে জুয়ার আসর বসে বলে তারা খবর পান। শনিবার রাতে সেখানে পুলিশ পাঠানো হয়। জুয়া খেলার সময় সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসিয়ে কমিশন আদায় করতেন। প্রতিরাতেই বসত জুয়ার আসর। কিন্তু ভয়ে কেউ এর প্রতিবাদ করার সাহস পেত না। কেউ একজন গোপনে থানায় খবর দিলে পুলিশ এই অভিযান চালায়।