রাজশাহীতে করোনায় মাদ্রাসা শিক্ষকসহ দুজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসাশিক্ষকসহ দুজনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় জেলার মোহনপুর উপজেলার ৫২ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষক মারা যান। এর পর বিকেল ৩টার দিকে মারা যান নওগাঁর ৬৩ বছর বয়সী এক ব্যক্তি।
ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘নওগাঁর ওই ব্যক্তি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আগের দিন সোমবার রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। তাঁর মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা রাজশাহী থেকে নওগাঁয় লাশ নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করবে।’
এদিকে গতকাল সোমবার মাদ্রাসাশিক্ষক লুৎফর রহমানকে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। রাতে তাঁর নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর পর সকালেই তিনি মারা যান। এর আগে গত শনিবার বাড়ি থেকেই তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।