রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মীর করোনা শনাক্ত

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের এক কর্মীর করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। আইইডিসিআর থেকে গতকাল মঙ্গলবার রাতে নমুনা সংগ্রহের পর পাঠানো রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় ১৩ জন করোনা আক্রান্ত হয়েছে।
এ ঘটনায় ওই কর্মীর গ্রামের বাড়ি ও আশপাশে আরো কয়েকটি ঘর লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে তাঁর বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে জেলাজুড়ে।