রামপাল বিদ্যুৎকেন্দ্রে স্থানীয়দের কর্মসংস্থান হবে : উপমন্ত্রী

রামপাল বিদ্যুৎকেন্দ্রে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
উপমন্ত্রী বলেছেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে গেলে বেশি বেশি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এরইমধ্যে বিভিন্ন সময়ে বিশুদ্ধ খাবার পানির প্রকল্প স্থাপন, বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা দেওয়া, প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ, স্কুল-কলেজ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, কর্মহীন নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, কম্পিউটার প্রশিক্ষণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সেবার আওতা আরো বাড়বে।’
আজ রোববার রামপাল উপজেলার গৌরম্ভা ও রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল) আয়োজিত অসহায় মানুষের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন উপমন্ত্রী।
বিআইএফপিসিএল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে মুজিববর্ষ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক এস সি পান্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রকল্পের উপপরিচালক মো. রেজাউল করিম, রামপার উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপক (এইচআর) তরিকুল ইসলাম।
পরে উপমন্ত্রী রাজনগর ইউনিয়ন পরিষদের মাঠে অসহায় মানুষের মধ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উদ্যোগে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন।