রায়হান হত্যার বিচারে সহযোগিতার আশ্বাস নবাগত এসএমপি কমিশনারের

সিলেটের ফাঁড়িতে পুলিশ হেফাজতে রায়হান হত্যার ঘটনায় জড়িত আকবরকে গ্রেপ্তার ও বিচার প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবাগত কমিশনার নিশারুল আরিফ।
আজ মঙ্গলবার রাত ৯টায় নগরীর আখালিয়া এলাকায় নিহত রায়হানের মা সালমা বেগম ও স্ত্রী তাহমিনা আক্তার তান্নি এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এ আশ্বাস দেন নবনিযুক্ত পুলিশ কমিশনার। এ সময় তিনি রায়হানের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
সিএমপি কমিশনার বলেন, ‘রায়হান হত্যার ঘটনায় পুলিশ জড়িত হওয়ায় আমি লজ্জিত। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত এবং অভিযুক্ত আকবরকে অন্য অপরাধ বা পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।’
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরান উপস্থিত ছিলেন।
রায়হান হত্যায় অভিযুক্ত আকবরকে গ্রেপ্তার ও সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে নবনিযুক্ত পুলিশ কমিশনার এসাইনমেন্ট নিয়ে এসেছেন বলে জানান।