রূপসায় ২১৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ, আটক ১১
খুলনার রূপসা উপজেলা থেকে দুই হাজার ১৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১১ জনকে আটক করা হয়। আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রূপসা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও চিংড়ি জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন খন্দকার মুনিফ তকি এক ই-মেইল বার্তায় জানিয়েছেন, কোস্ট গার্ড রূপসা টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে দুই হাজার ১৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি ও ১০ কেজি জেলিপাউডার জব্দ করা হয়। এ সময় এসব বহনকারী দুটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়।
মুনিফ তকি আরও জানান, অবৈধ জেলিযুক্ত চিংড়ি পরিবহণের সঙ্গে জড়িত চালক, চালকের সহকারী ও কর্মচারীসহ মোট ১১ জনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা মৎস্য কর্মকর্তার (খুলনা) ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেন।
আটক চালক ও তার সহকারীসহ ছয়জনকে এক মাসের কারাদণ্ড এবং মাছ পরিবহণ কাজে কর্মরত পাঁচজন কর্মচারীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি ও জেলিপাউডার রূপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয়। আটককৃত ট্রাকগুলোকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।