রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় যুবক নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আবদুস শুক্কুর (৩০) নামের এক স্থানীয় যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত আবদুস শুক্কুর ওই এলাকার আবুল বশরের ছেলে।
নিহত যুবক আবদুস শুক্কুরের চাচা আবুল হাসেম জানান, আজ সকালে শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের জকির ডাকাতের নেতৃত্বে একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী তাদের বাড়িতে ঢুকে আবদুস শুক্কুরকে টেনে হেঁচড়ে বের করে পরপর তিনটি গুলি করে চলে যায়। যাওয়ার সময় তাঁকেও হত্যার হুমকি দিয়ে যায়। গুলিবিদ্ধ শুক্কুরকে পাশের রোহিঙ্গা ক্যাম্পের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য ও টেকনাফ থানা পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম বলেছেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’