লকডাউন না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র্যাবের

লকডাউন ও সামাজিক দূরত্ব না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহে র্যাব ১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকায় লকডাউন ও সামাজিক দূরত্ব ভঙ্গকারীদের ধাওয়া দেন তিনি। এর আগে তিনি এ হুঁশিয়ারি দেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গত ১৪ এপ্রিল ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। কিন্তু শহরের মানুষজন বিনা কারণে ঘরের বাইরে বের হচ্ছিল এবং সামাজিক দূরত্ব রক্ষা করে চলছিল না। শহরের যত্রতত্র মানুষের অবাধ বিচরণের ফলে লকডাউন ও সামাজিক দূরত্ব ভঙ্গ হচ্ছিল।
এমন অবস্থায় ময়মনসিংহে র্যাব ১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন আজ দুপুরে শহরের সানকিপাড়া গোহাইলকান্দি এলাকায় অভিযানে নামেন। এ সময় দুটি দোকানকে জরিমানা করেন অভিযানে থাকা ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ। এ ছাড়া অহেতুক রাস্তায় বের হওয়া ব্যক্তিদের ধাওয়া করেন র্যাব সদস্যরা। এ সময় মাদক ব্যবসায়ীদের ডেড়াতেও হানা দেয় র্যাব।
এ সময় র্যাবের অধিনায়ক এফতেখার উদ্দিন সানকিপাড়ার লোকজনের উদ্দেশে বলেন, ‘আমরা দেখছি এ এলাকার মানুষজন সরকারি নির্দেশনা মানছে না। বারবার বলা হলেও আপনারা ঘরে থাকছে না। নানা অজুহাতে অযথা বাইরে ঘুরাফেরা করছে। এটি রাষ্ট্রের জন্য ক্ষতিকর। রাষ্ট্রের নির্দেশনা অমান্য করা আইনের খেলাপ। আইন অমান্যকারীকে এরপর আমরা ছাড় দেব না, কঠোর শাস্তির আওতায় আনা হবে। সানকিপাড়াবাসীর জন্য এটি র্যাবের শেষ অনুরোধ।’
এফতেখার উদ্দিন আরো বলেন, ‘আপনারা আমাদের ধৈর্যচুতি ঘটাবেন না। তাহলে অত্যন্ত খারাপ হবে। আমরা ইঁদুর-বিড়াল খেলতে আসি নাই। আমরা এলে ঘরে ঢোকেন, চলে গেলে শত শত মানুষ বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হন। আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। রাস্তায় যাকে পাব ধরে নিয়ে যাব। করোনা শেষ হলে পরে ছাড়ব।’