লালমনিরহাট সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ দুই বাংলাদেশি নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/12/lalmonirhat-photo.jpg)
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সীমান্ত থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : এনটিভি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
নিহত দুজন হলেন, মালগড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী এবং মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী।
গোড়ল ইউপির চেয়ারম্যান মাহমুদুল ইসলাম বলছেন, ওই দুই বাংলাদেশিসহ কয়েক জন ভারতীয় সীমান্ত এলাকায় গেলে আজ ভোরে বিএসএফের টহল দল তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদুজ্জামান ও মোসলেম।