মেক্সিকোতে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৫

মেক্সিকোতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মেক্সিকো সিটির সবচেয়ে জনবহুল অঞ্চল ইস্তাপালাপা এলাকায় ঘটনাটি ঘটে। প্রায় ৫০ হাজার লিটার এলপিজি বহনকারী ট্রাকটি উল্টে দেয়ালে আঘাত হানে। এরপর গ্যাস লিক হয়ে আগুন ধরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং প্রায় ৩০টি গাড়ি পুড়ে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনও ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন, ৩৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে দুই বছরের একটি শিশুকে গুরুতর অবস্থায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের গ্যালভেস্টন হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে আরও অন্তত ১১ শিশু চিকিৎসাধীন।

ট্রাকের চালকও বিস্ফোরণে নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অতিরিক্ত গতি ও দক্ষতার অভাবেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
ঘটনার পর মেক্সিকোর মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা ও বিপজ্জনক পণ্য পরিবহনে কঠোর নজরদারির দাবি উঠেছে। শহরের উপকণ্ঠে বসবাসরত সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন।