‘লেডি বাইকারের’ হাইকোর্টে আগাম জামিন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ‘লেডি বাইকার’ নামে পরিচিত সিলেটের রিয়া রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি জানান, আদালত তাকে ১০ সপ্তাহের জামিন দিয়েছেন। এরপর তাকে নিম্ন আদালতে হাজির হতে হবে।
গত ৮ নভেম্বর পুলিশ বাদী হয়ে সিলেটের বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিলেট নগরীর কুমারপাড়ার মন্দিরগলির ঝর্ণারপাড় এলাকার বাসিন্দা রিয়া রায়। তিনি অনলাইন জগতে ‘লেডি বাইকার’ নামে পরিচিত। তরুণীদের মোটরসাইকেল চালাতে তিনি উদ্বুদ্ধ করেন ভিডিও বার্তায়। নিজে টিকটক ভিডিও তৈরি করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রেমিক আরমান সামিকে নিয়ে মাদককারবারে নামার অভিযোগ তার বিরুদ্ধে। এক সময় পুলিশের হাতে প্রেমিক গ্রেপ্তার হন।
জানা গেছে, প্রাইভেটকার থেকে মাদক উদ্ধারের ঘটনায় রিয়া ও তার প্রেমিক সামির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির গত ১০ নভেম্বর জানান, প্রেমিক আরমান সামিকে নিয়ে রিয়া সিলেটের এয়ারপোর্ট-সংলগ্ন এলাকায় যান। নীল রঙের একটি গাড়ি (ঢাকা মেট্রো খ ১৪-০৫১২) নিয়ে এদিক-সেদিক ঘুরছিলেন তারা। টহল পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হয়। একটু দূরে গিয়ে থামে গাড়িটি। তখন গাড়ি থেকে এক তরুণী দ্রুত নেমে যান। তখন রিয়ার প্রেমিক আরমান সামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এরপর আরমান সামি থানায় গিয়ে জানান, পালিয়ে যাওয়া তরুণী রিয়া রায়। তিনি সিলেটে ‘লেডি বাইকার’ নামে পরিচিত। এ সময় পুলিশ গাড়ি তল্লাশি করে একটি পানির বোতলে রাখা বিশেষ মদ ৫০০ মিলিগ্রাম, ১০ পিস ইয়াবা ও দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করে।