শপথ নিলেন নাসিক মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আজ বুধবার শপথ নিয়েছেন। তাঁর সঙ্গে শপথ নিয়েছেন নাসিকের নির্বাচিত কাউন্সিলরেরাও।
এর আগে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়—আজ বুধবার সকাল ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি নাসিকের নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করাবেন। সে অনুযায়ী, রাজধানীর গণভবন ও ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান হয়।
গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তৃতীয় বারের মতো নাসিকের মেয়র নির্বাচিত হন।
নাসিকের মেয়র ছাড়াও ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে নয় জন নারী কাউন্সিলর রয়েছেন।