আইভীকে পাঠানো হলো কারাগারে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৯ মে) সকাল ১০টায় তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টায় নারায়ণগঞ্জ সদর থানা-পুলিশের একটি দল দেওভোগ এলাকায় আইভীর বাসভবনে প্রবেশ করে। পুলিশের অভিযানের খবরে আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখা হয়।
রাতভর নাটকীয়তা শেষে ভোর পৌনে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতে তাকে গ্রেপ্তার করতে এলে তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হননি। তিনি বলেছিলেন, দিনের আলো ফুটলে যাবেন।