শরীয়তপুরে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৫ বসতি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/05/27/shariatpur.jpg)
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় হঠাৎ ঝড়ে ২৫টি বসতঘর ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার নলমুড়ি ইউনিয়নের চরমনপুরা এলাকায় এ ঝড় হয়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
উপজেলা প্রশাসন ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই নদীর তীরের ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনা উড়িয়ে নিয়ে যায়। এতে এক নারী ও তিনজন পুরুষ আহত হয়েছেন।
নলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক মিঞা মুঠোফোনে বলেন, ‘সকালে হঠাৎ কালো মেঘ করে ঝড়ো বাতাস বইতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাস বাড়ে। এ সময় ওই এলাকার বেশকিছু টিনের ঘর বাতাসে উড়িয়ে নিয়ে যায়। এতে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় ১২টি ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৩টি ঘর।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন বলেন, ‘আজ সকালে নলমুড়ি ইউনিয়নে হঠাৎ ঝড় দেখা দেয়। এতে বেশকিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়। আমরা ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক নগদ টাকা দিয়েছি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো শরীয়তপুরের জেলা প্রশাসক পরিদর্শন করেছেন।’