শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এখনো সিদ্ধান্ত হয়নি : মন্ত্রণালয়

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয় কোনো রকমের সিদ্ধান্ত নেয়নি।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে সঙ্গে সঙ্গে সবাইকে অভিহিত করা হবে।’
বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে।
এদিকে বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।
করোনাভাইরাস থেকে সৃষ্ট প্রাণঘাতী ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে আজ পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৪৬ জনে।
ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুসারে, সারা বিশ্বে এ রোগে বিশ্বব্যাপী এক লাখ ৫৮ হাজার ৩৭২ জন আক্রান্ত হয়েছেন।
গতকাল শনিবার বাংলাদেশে নতুন করে দুজন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে আরো তিনজনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।