শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয় : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দিতে পারে না।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও দিকনির্দেশনা প্রদান-সংক্রান্ত জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
জাহিদ মালেক আরো বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখতে চাই। সে কারণে গত দুই মাস পরিশ্রম করে যাচ্ছি। আজকের সভায় ১৮টি মন্ত্রণালয় অংশ নিয়েছে। সবার সঙ্গে আলোচনা করে আমরা আমাদের পরামর্শ দিয়েছি। সে অনুযায়ী তাদের কাজ করার পরামর্শ দিয়েছি। আমরা আহ্বান করতে পারি, চাপিয়ে দিতে পারি না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখানে আমাদের এখতিয়ার নেই। আমরা স্বাস্থ্যগত বিষয়ে তাদের পরামর্শ দিয়েছি। বন্ধ করা না করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।’
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়া অন্যরা খুব কম যায়। কার অসুখ হয়েছে, কার শরীর খারাপ সবাই জানে সেখানে। আক্রান্তদের মধ্যে বাচ্চার সংখ্যা খুব কম। শূন্য থেকে ৯ বছরে অলমোস্ট নেই বললেই চলে। ফলে এইসব দিক থেকে এখনই স্কুলশিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।’
সচিব বলেন, ‘অভিভাবকরা অবশ্যই আতঙ্কিত হবেন। আমিও অভিভাবক হিসেবে আতঙ্কিত। তেমন পরিস্থিতি হলে অবশ্যই সরকার বন্ধ করবে।’