শুদ্ধাচার পুরস্কারের অর্থ বন্যাকবলিতদের দান করলেন আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ শুদ্ধাচার পুরস্কারের অর্থ মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার কাছে তুলে দিচ্ছেন। ছবি : এনটিভি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ শুদ্ধাচার পুরস্কার হিসেবে পাওয়া সমুদয় অর্থ (এক মাসের মূল বেতনের সমপরিমাণ) মৌলভীবাজারের বন্যাকবলিতদের সাহায্যার্থে দান করেছেন।
আজ বুধবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত অপরাধ সভায় পুরস্কারের অর্থ মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার কাছে তুলে দেন আইজিপি।
সাম্প্রতিক ভয়াবহ দীর্ঘস্থায়ী বন্যায় মৌলভীবাজার জেলার পাঁচ উপজেলা প্লাবিত হয়। এর মধ্যে ভয়াবহ বন্যায় বেশি বিপর্যস্ত হয়েছে কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার মানুষ।
আইজিপি ড. বেনজীর আহমেদের মমত্ববোধ এবং উদারতায় মৌলভীবাজারের সর্বস্তরের জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।