শেরপুরে জনস্বাস্থ্য রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/12/sherpur-news.jpg)
শেরপুরের নয়ানী বাজারে রমজানে জনস্বাস্থ্য রক্ষায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। ছবি : এনটিভি
শেরপুর জেলা প্রশাসন রমজানে জনস্বাস্থ্য রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা শহরের অন্যতম নয়ানী বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার সানাউল মোর্শেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ওজনে কম দেওয়া, বেশি দামে পণ্য বিক্রি, স্বাস্থ্যকর ভাবে সংরক্ষণ না করা ইত্যাদি বিষয়ে ৩০ থেকে ৩৫টি দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া কৃষি বিপণন আইনে ফলের দোকানগুলোতেও অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকানমালিককে জরিমানা করেন আদালত।
অভিযানের সময় কৃষি বিপণন কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সদস্যরা সঙ্গে ছিলেন।