শ্বাসকষ্ট-সর্দিতে বাগেরহাটের জামায়াত নেতার মৃত্যু

শ্বাসকষ্ট ও সর্দিতে আক্রান্ত হয়ে বাগেরহাটের রামপাল উপজেলা জামায়াতের আমির ও গৌরম্ভা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শেখ নাসের উদ্দিন মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গতকাল রোববার ভোরে মৃত্যু হয় তাঁর। পরে রোববার দুপুরেই রামপালের বর্ণি গ্রামে তড়িঘড়ি করে দাফন করা হয় শেখ নাসেরকে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
এ ঘটনায় শেখ নাসেরের বাড়ি ও আশপাশের এলাকা পর্যবেক্ষণে রেখেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
এদিকে ওই জামায়াত নেতার সংস্পর্শে থাকা ব্যক্তিদের খুঁজে কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
পরিবারের বরাত দিয়ে রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, অনেক আগে থেকে শেখ নাসের উদ্দিন শ্বাসকষ্টে ভুগছিলেন। এ সমস্যা নিয়ে তিনি এক বছর ধরে হাসপাতালে কয়েক দফা চিকিৎসা নিয়েছেন। কয়েকদিন আগে শ্বাসকষ্টের সঙ্গে তাঁর সর্দিও দেখা দেয়। বেশি অসুস্থ হয়ে পড়লে গতকাল ভোরে তাঁকে খুলনার একটি বেসরকারি হাসপাতাল ও পরে খুমেক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে জরুরি বিভাগে নেওয়ার আগেই মৃত্যু হয় শেখ নাসেরের। এরপর সেখান থেকে তাঁর মরদেহ রামপাল উপজেলার বর্ণি গ্রামে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে নমুনা সংগ্রহ করার জন্য তারা দ্রুত ছুটে যান। কিন্তু যাওয়ার আগেই দুপুর ২টার দিকে শেখ নাসেরকে দাফন করা হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুষার কুমার পাল জানান, নাসেরের বর্ণি ও শ্রীফলতলা গ্রামের বাড়ি এবং আশপাশের এলাকা পর্যবেক্ষণে রেখেছে প্রশাসন। একই সঙ্গে যেসব ব্যক্তি নাসেরের সংস্পর্শে এসেছে, তাদের খুঁজে বের করে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে রাখার কাজ চলছে।