সংঘর্ষে দুজনের অবস্থা আশঙ্কাজনক : ঢামেক পরিচালক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/19/dhaka_college_2.jpg)
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় ৪০ জন রোগী চিকিৎসার জন্য গিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। তিনি জানান, তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ মঙ্গলবার দুপুরে নাজমুল হক জানান, আহতদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি রেসপন্স টিম তৈরি করে বাকি আহতদের সহযোগিতা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, গুরুতর আহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোরসালিন (২৬)। তিনি নিউ মার্কেটের দোকান কর্মচারী। কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুরে তার বাসা। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাতাকান্দি গ্রামের মৃত মো. মানিক মিয়ার ছেলে।
অপর এক জনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সে রেশে রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকায়। মঙ্গলবার সকালটা ছিল একেবারে থমথমে। এরপর আবারও পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রড ও লাঠি-সোটা হাতে দল বেঁধে নিউ মার্কেট এলাকায় আসতে থাকেন ঢাকা কলেজের ছাত্ররা। শুরু হয় ভাঙচুর। হাতে লাঠি-সোটা নিয়ে বেরিয়ে আসেন ব্যবসায়ীরাও। বেঁধে যায় তুমুল সংঘর্ষ। থেমে থেমে সে সংঘর্ষ চলছেই। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে।