মামলা করে কী হবে, প্রশ্ন মুরসালিনের ভাইয়ের
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের বিপণিবিতানের মালিক-কর্মচারীদের সংঘর্ষে মো. মুরসালিন (২৪) নিহত হয়েছেন। তাঁর নিহতের ঘটনায় নিয়ে কথা বলতে গিয়ে ভাই নূর মোহাম্মদ বলেছেন, ‘কার নামে মামলা করব? মামলা করে কী হবে? এ দেশে বিচার পাওয়া যায়?’
আজ বৃহস্পতিবার বিকেলে নূর মোহাম্মদের মুঠোফোনে ফোন করা হলে অপরপ্রাপ্ত থেকে তিনি এ মন্তব্য করেন। বলতে বলতে নূর মোহাম্মদ কেঁদে ওঠেন। তারপর বলেন, ‘মামলা করলে তো আমার ভাইকে আর ফিরে পাব না।’
মুরসালিন নিউ সুপার মার্কেটের একটি রেডিমেট কাপড়ের দোকানের বিক্রয়কর্মী ছিলেন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাতাকান্দি গ্রামের মো. মানিকের ছেলে। তবে, তিনি কামরাঙ্গীরচরে পশ্চিম রসুলপুর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মুরসালিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তবে, ডেথ সার্টিফিকেটে সকাল ৭টার কথা লেখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
মুরসালিন কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ‘আমার ভাইটা কীভাবে মারা গেল, কিছুই বুঝলাম না। জানতেও পারলাম না। শরীরে কিছু কাটাছেঁড়া আছে, ওই ছাড়া আর কিছুই দেখিনি। এভাবে এমন কিছু ঘটে যাবে, ভাবতেই পারিনি। ওর দুটি সন্তান রয়েছে। এখন কী হবে, কিছুই ভাবতে পারছি না।’
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ময়নাতদন্ত শেষে মুরসালিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর মরদেহ অ্যাম্বুলেন্সে করে মুরসালিনের গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে মুরসালিনের দাফন হওয়ার কথা রয়েছে।