সরকারবিরোধী স্ট্যাটাস দিয়ে ময়মনসিংহে সাবেক মেয়র গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুল ইসলাম পিকুল। ছবি : সংগৃহীত
ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ায় ময়মনসিংহের নান্দাইলের সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি আজিজুল ইসলাম পিকলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে তাঁকে পৌর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নন্দাইলের পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুল ইসলাম পিকলু তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী এবং আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’