সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা : সাক্ষ্যগ্রহণ ১৯ মে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/03/15/delaoar_hossain_saidi.jpg)
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
আজ সোমবার রাজধানী ঢাকার বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলামের আদালতে এ মামলায় সাক্ষ্য দেন মামলার বাদী উপকর কমিশনার মাসুমা খাতুন। তবে এ দিন তাঁর জবানবন্দি গ্রহণ শেষ না হওয়ায় বিচারক তাঁর অসমাপ্ত জবানবন্দি ও জেরার দিন আগামী ১৯ মে ধার্য করেছেন।
এদিকে আজ সাক্ষ্যগ্রহণ শুরুর আগে সকাল সাড়ে ৯টায় সাঈদীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁর উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১১ সালের ১৯ আগস্ট সাঈদীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় সাঈদীর বিরুদ্ধে আয় গোপন করে ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।