সাতকানিয়ায় নির্বাচনি সহিংসতায় শিশু গুলিবিদ্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/27/ctg_satkania.jpg)
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া অন্তত ৬ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ওই ইউনিয়নের জোড়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশু মো. মারুফ (১০) খাগরিয়ার মো. এয়াকুবের ছেলে।
স্থানীয়রা জানান, খাগরিয়ার জোড়ার কুল এলাকায় সকাল ১১টার দিকে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন গণসংযোগ করছিলেন। হঠাৎই গোলাগুলি শুরু হয়। গণসংযোগে আসা লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে এক শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন তাঁরা। এ ছাড়া বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
নৌকার প্রার্থী আকতার হোসেনের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন। তিনি বলেন, ‘গণসংযোগকালে জোড়ারকুলে পৌঁছালে নৌকার প্রার্থী আক্তার হোসেনের লোকজন আমার ওপর হামলা চালায়। তাঁরা প্রকাশ্যে গুলি চালান। এ সময় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।’
জসিম উদ্দিন আরও বলেন, ‘গত তিন ধরে আক্তারের লোকজন বিভিন্ন জায়গায় আমার অফিস ভাঙচুর করছেন। শুরু থেকেই আমার সমর্থকদের মারধর করছেন। আমি এ বিষয়ে গত রাতেও সাতকানিয়া থানার ওসিকে লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে বলে আমাকে আশ্বস্ত করেছিল।’
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, ‘খাগরিয়ায় একটা ঝামেলার কথা আমরা শুনেছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারবো।’