সাতক্ষীরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে আটক দুই যুবক। ছবি : এনটিভি
সাতক্ষীরার পাটকেলঘাটায় দুই যুবককে এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। আজ শনিবার সকালে পাটকেলঘাটা ওভার ব্রিজের পাশে একটি হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ সময় দেহ তল্লাশি করে এই ইয়াবা পাওয়া যায় বলে দাবি করেছেন র্যাব-৬-এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার।
গ্রেপ্তার হওয়া ইয়াবা বহনকারী যুবকরা হচ্ছে মো. ফয়সাল হোসেন (১৯) ও মো. রাসেল হোসেন (১৬)। তাঁরা উভয়েই কলারোয়ার শেখপাড়া গ্রামের অধিবাসী।
পরে গ্রেপ্তার দুজনকে পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।