গোবিন্দগঞ্জে সাত মামলার আসামি ছাত্রলীগনেতা গ্রেপ্তার

গ্রেপ্তার মহোতাসিম ফুয়াদ হৃদয়। ছবি : এনটিভি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে সাত মামলার পলাতক আসামি ও ছাত্রলীগনেতা এইচএম মহোতাসিম ফুয়াদ হৃদয়কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) দিনগত রাতে পৌর শহরের বর্ধনকুঠী (খানাবাড়ি) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, চাঁদাবাজিসহ নানা অভিযোগে থানায় মোট সাতটি মামলা রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার হৃদয়ের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।