সাতক্ষীরায় ত্রাণের কার্ড নিয়ে বিরোধ, হামলায় ইউপি সদস্য আহত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ত্রাণের কার্ড বিতরণ নিয়ে মতবিরোধের জেরে ইউনিয়ন পরিষদের সদস্য আমিরুল ইসলামকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের হেলাতলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইউপি সদস্য আমিরুল ইসলামসহ কয়েকজন ওই এলাকায় ত্রাণ বিতরণের কার্ড নিয়ে যান। এ সময় কার্ডের তালিকায় অতিরিক্ত চারটি নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি রেজাউল ইসলাম। কিন্তু মেম্বার আমিরুল ইসলাম নানা কারণ দেখিয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলেও পরবর্তীতে তা মীমাংসা হয়ে যায়। পরে আমিরুল ইসলাম যখন বাড়ি ফিরছিলেন তখন তাঁর পথরোধ করে হামলা চালায় রেজাউল ইসলাম, লাল্টু ও নয়নসহ বেশ কয়েকজন। তারা তাঁকে কিল ঘুষি মারার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাঁর চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে দেয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে কলারোয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।’
এ ব্যাপারে জানতে চাইলে কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজকিশোর পাল বলেন, ‘এ ঘটনা সম্পর্কে পুলিশ জেনেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ত্রাণের কার্ড বিতরণ নিয়েই এ ঘটনার সূত্রপাত।’