সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে প্রাইভেটকার, নিহত ২

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। উপজেলার ঈশ্বরীপুর এলাকায় চুনা নদীতে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গুমনতলী গ্রামের আরাফাত মোল্লা (২২) ও ইব্রাহিম হোসেন (২৩)। আহত ব্যক্তিরা হলেন ইমাম হাসান, মো. সাইফুল্লাহ ও রবিউল ইসলাম।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আরাফাত মোল্লা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খেলাধুলা শেষে নিজেদের প্রাইভেটকারে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। পরে তাঁরা ঈশ্বরীপুরের শওকতনগর এলাকায় এলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে চুনা নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা প্রাইভেটকারসহ যাত্রীদের উদ্ধার করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে আরাফাত ও ইব্রাহীম মারা যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, লাশ দুটি এখনও থানায় রয়েছে। প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।