সাতক্ষীরায় পিসিআর ল্যাবের কার্যক্রম চালু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিক উদ্বোধন হয় পিসিআর ল্যাব কার্যক্রমের। ছবি : এনটিভি
নমুনা পরীক্ষার মাধ্যমে সাতক্ষীরায় শুরু হলো করোনা পরীক্ষাগার পিসিআর ল্যাবের কার্যক্রম। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষাগারের কার্যক্রম উদ্বোধন করা হয়।
পিসিআর ল্যাব উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তাঁর সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. কুদরত ই খুদা, ডা. রুহুল কুদ্দুস, ডা. আরিফ আহমেদ এবং সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
উল্লেখ্য, সরকার এর আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবটি স্থাপন করলেও তা নানা কারণে চালু করা যায়নি। আজ আনুষ্ঠানিকভাবে সেটির কার্যক্রম শুরু হলো।