সাত দিন বন্ধের কবলে আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ছবি : সংগৃহীত
পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে ২৬ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন এবং লক্ষ্মীপূজার জন্য আরো দুদিন মিলিয়ে মোট সাত দিন ছুটির কবলে পড়বে বন্দর। এ সময় সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানিয়েছেন, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিন এবং লক্ষ্মীপূজায় দুদিন এ বন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় মাছ, সিমেন্ট প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে।