সাভারে গৃহবধূর লাশ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/24/savar_death_news_pic_1.jpg)
সাভারে আকাশী (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এর আগে গত দুই দিনে সাভার থেকে ছয়জনের লাশ উদ্ধার করেছিল পুলিশ। ছয়জনের মধ্যে দুর্বৃত্তরা এক জনকে গলা কেটে হত্যা করেছিল আর বাকি পাঁচজন আত্মহত্যা করেছিল।
বিশেষজ্ঞরা বলছেন, সাভার ও আশুলিয়ায় আত্মহত্যার প্রবণতা বেড়েছে। অনেক মানসিক সমস্যাসহ বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
পুলিশ জানায়, রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকার নিজ ভাড়া ঘরে গৃহবধূ আকাশী খাতুনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বামী পোশাক শ্রমিক আনোয়ার হোসেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন কি না, বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ওই গৃহবধূর বাড়ি নোয়াখালী জেলায় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত বলেন, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।