সাভারে সন্ত্রাসী হামলায় শিল্প পুলিশের দুই সদস্য আহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/02/savar-thana.jpg)
সাভারে সন্ত্রাসী হামলায় শিল্প পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার বিরুলিয়ার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুরুতর আহত দুই শিল্প পুলিশের সদস্য হলেন নুর মোহাম্মদ ও সৌরভ কুমার। তাদের দুজনকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জুয়েলের বাড়ি ঝালকাঠি জেলায়।
পুলিশ বলছে, রাতে সাভার শিল্প পুলিশ ১-এর দুই সদস্য মোটরসাইকেলে করে রাষ্ট্রীয় ডাক নিয়ে রাজধানীর উত্তরায় যাচ্ছিলেন। এ সময় তারা বিরুলিয়ার বেড়িবাঁধ এলাকায় হানিফ নামের এক ব্যক্তির চায়ের দোকানে চা খেতে বসলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের সঙ্গে জুয়েল নামের এক সন্ত্রাসীর তর্কবির্তক হয়। একপর্যায়ে জুয়েল শিল্প পুলিশের ওই দুই সদস্যকে পিটিয়ে মারাত্মক জখম করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী জুয়েলকে গ্রেপ্তার করে। আহত দুই পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য রাজাবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, ‘এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।’