সাভারে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে সীমানা প্রাচীর নির্মাণে বাধা

সাভার মডেল থানা। ছবি : এনটিভি
৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে সাভারে এক প্রবাসী নারীর দাতব্যপ্রতিষ্ঠানের জমির সীমানা প্রাচীর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা।
সাভার মডেল থানায় ১২ জনের নামে ওই নারী মামলা দায়ের করলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছেন ওই নারী।
এলাকাবাসী জানায়, রাজধানীর মিরপুরের বাসিন্দা তাসলিমা আহমেদ ফিলিস্তিনি নাগরিক সামির এম এল হামিদকে বিয়ের পর সেখানে চলে যান। ওই দম্পতি হাসপাতাল ও এতিমখানা প্রতিষ্ঠার জন্য বিরুলিয়ায় জমি কিনে সীমানা প্রাচীর তৈরি করতে গেলে বাধা দেয় দুর্বৃত্তরা। ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। না পেয়ে নির্মাণ শ্রমিকদের মারধর করে নির্মাণসামগ্রী লুটপাট করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।