র্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৪

গ্রেপ্তার আল আমিন মৃধা, মামুন ব্যাপারী, সেন্টু হাওলাদার ও তপু। ছবি : এনটিভি
র্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩০ আগস্ট) রাতে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে র্যাবের দুটি জ্যাকেট, ওয়াকিটকি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর আল আমিন মৃধা (৪০), ফরিদপুরের মামুন ব্যাপারী (৩০), মাদারীপুরের সেন্টু হাওলাদার (৩৫) ও নারায়ণগঞ্জের তপু (৩০)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দিন জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাইক্রোবাস ব্যবহার করে র্যাব পরিচয়ে ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
ওসি জালাল উদ্দিন আরও জানান, রোববার (৩১ আগস্ট) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে এবং তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।