সাভারে প্রতিবন্ধীদের জিমনেসিয়াম ও ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন

সাভারে আজ সোমবার প্রতিবন্ধীদের জিমনেসিয়াম উদ্বোধন করা হয়। ছবি : এনটিভি
দেশে প্রথমবারের মতো সাভারে প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষায়িত জিমনেসিয়াম ও ফিজিওথেরাপি সেন্টার চালু হয়েছে। এখানে হুইলচেয়ারে বসা ব্যক্তিরাও শারীরিক ব্যায়াম করার সুযোগ পাবেন, যা বাংলাদেশের ফিজিওথেরাপি সেবায় একটি নতুন মাইলফলক।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাভারের সিআরপি রোডে অবস্থিত ইউনিক ফিজিওথেরাপি সেন্টার নামে জিমনেসিয়ামটি উদ্বোধন করেন এর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন।
এই সেন্টারে পক্ষাঘাতগ্রস্ত রোগী, বাতব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তি এবং অটিজমে আক্রান্ত শিশুসহ বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসার সুবিধা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ফিজিওথেরাপিস্ট ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।