সাম্প্রদায়িকতা দিয়ে সাম্প্রদায়িকতাকে রুখা যাবে না : সেলিম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সরকারের উদ্দেশে বলেছেন, আগুন দিয়ে যেমন আগুন নেভানো সম্ভব নয়, তেমনি সাম্প্রদায়িকতা রুখতে হেফাজতকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব নয়। সত্যিকারের উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ গড়তে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
আজ শুক্রবার সকালে সেলিম মাগুরা শহরের শহীদ সৈয়দ আতর আলী লাইব্রেরি মিলনায়তনে সিপিবি আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন।
সিপিবি সভাপতি বলেন, ‘সাম্প্রদায়িকতাকে মোকাবিলা করতে হবে ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে। যারা মনে করে, অন্যায় দিয়ে অন্যায়কে মোকাবিলা করবে, তারা ভুল। এভাবে কখনো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।’
সংগঠনের জেলা সভাপতি বীরেন বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহেল আল কাফি রতন, রফিকুজ্জামান লায়েক, কৃষক সমিতির সহসভাপতি প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল প্রমুখ।