সাম্প্রতিক রাজনৈতিক ‘বিতর্ক’ নিয়ে অবস্থান জানালো এনসিপি

সাম্প্রতিক রাজনৈতিক নানা ‘বিতর্ক’ নিয়ে দলীয় অবস্থান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ সোমবার (১২ মে) দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে এনসিপির অবস্থান তুলে ধরা হয়।
পোস্টে বলা হয়, ২০২৪-এর অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, নতুন বাংলাদেশ গঠনে তাদের অবশ্যই ‘বাংলাদেশপন্থী’ রাজনৈতিক ভূমিকা পালন করে যেতে হবে।
এতে বলা হয়, সাম্প্রতিক ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একটি পক্ষ সচেতনভাবে দলীয় ও ঐতিহাসিকভাবে বাংলাদেশের জনগণের সংগ্রামবিরোধী স্লোগান দিয়েছে, যা জুলাই-পরবর্তী সাম্প্রতিক আন্দোলনে জাতীয় ঐক্য নবায়নের সম্ভাবনায় ব্যাঘাত সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে এনসিপিকে জড়ানো সম্পূর্ণ অহেতুক ও অনাকাঙ্ক্ষিত।

পোস্টে আরও বলা হয়, আন্দোলনকালে এনসিপি সদস্যদের বক্তৃতা ও স্লোগানে এই জনপদের মানুষের ’৪৭, ’৭১ ও ’২৪-এর ঐতিহাসিক সংগ্রামের স্পষ্ট প্রতিফলন ছিল।
সবশেষে বলা হয়, ‘৪৭, ’৭১ এবং ’২৪-এর যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশে রাজনীতি করার পূর্বশর্ত। যারা ১৯৭১ সালে এই জনপদের জনযুদ্ধের বিপক্ষে ছিল এবং গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে, তাদের রাজনৈতিক অবস্থান জাতির সামনে স্পষ্ট করতে হবে।