সারাদিন পড়তে বলায় ঘরছাড়া শিক্ষার্থী, অবশেষে উদ্ধার

করোনাকালীন সারাদিন পড়তে বলায় অভিমান করে বাড়ি ছেড়েছিল তানভীরুল রহমান (১৪) নামের এক শিক্ষার্থী। এদিকে, ছেলেকে খুঁজে পেতে গোয়েন্দা পুলিশের দ্বারস্থ হন মা-বাবা। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
স্কুলছাত্র তানভীরুল উপজেলার ঢাকুয়া গ্রামের মতিউর রহমানের ছেলে। সে তারাকান্দা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, গত ১৫ সেপ্টেম্বর স্কুলছাত্র তানভীরুল রহমান প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি সে। বাবা মতিউর রহমান পরের দিন তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তানভীরুলকে খুঁজে বের করার দায়িত্ব পায় জেলা গোয়েন্দা পুলিশ। পরে গোয়েন্দা পুলিশ অভিমানি শিক্ষার্থীকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়।
ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে পুলিশ জানায়, করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এজন্য বাড়িতে পড়াশুনার ওপর বিশেষ নজরদারি করতেন মা-বাবা। সারা দিন পড়তে বলায় অভিমান করে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় ওই শিক্ষার্থী। তাই প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বেড়িয়ে যায় তানভীরুল রহমান। প্রথমে সে ঢাকায় এরপর নেত্রকোনা সীমান্ত এলাকায় তার বন্ধুর বাসায় গিয়ে উঠে। তথ্যপ্রযুক্তির ব্যবহার করে গতকাল সন্ধ্যায় পুলিশ সেই বন্ধুর বাড়ি থেকে তানভীরুলকে উদ্ধার করে। পরে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।
করোনাকালীন সন্তানদের প্রতি বিশেষ বন্ধুসুলভ আচরণ করার পরামর্শ দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।