সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/18/sirajgonj-dead-photo.jpg)
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনায় স্থানীয়দের ভিড়। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুল হাকিম (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। উপজেলার জামতৈল স্টেশন এলাকায় আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম কামারখন্দ উপজেলার জয়েন বড়ধুল গ্রামের বাসিন্দা।
জামতৈল স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, ‘আজ সকালে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।’