সিরাজগঞ্জে নিখোঁজের চার দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার, আটক ১
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/10/13/sirajgonj-murder-arrest-photo-2.jpg)
নিখোঁজের চার দিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জে সাইফুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাকিল আহম্মেদ নামে একজনকে আটক করা হয়েছে।
আজ বৃস্পতিবার সকালে রায়গঞ্জের সলঙ্গা থানার ঘুরকা কুণ্ডুপাড়া এলাকার খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইফুল উপজেলার জয়েনপুর গ্রামের মৃত আছের আলীর ছেলে। এছাড়া আটক শাকিল জয়েনপুর গ্রামের আবু বক্কারের ছেলে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘চারদিন আগে কৃষক সাইফুল নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। গতকাল বুধবার রাতে সন্দেহভাজন শাকিলকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শাকিল হত্যার দায় স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে ঘুরকা কুণ্ডু পাড়া এলাকায় খাল থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।’
ওসি রফিকুল আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’